চিয়া সিডস ছোট্ট এই দানা আজকাল স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এক অনন্য নাম। ‘সুপারফুড’ খেতাব পাওয়া এই বীজে রয়েছে ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে আসে, ত্বক হয় উজ্জ্বল, চুল থাকে ঘন ও সুস্থ, এমনকি রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সঠিক নিয়ম মেনে না খেলে চিয়া সিডস শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টদের মতে পুরোপুরি না ভিজিয়ে খেলে চিয়া সিডস হজমের সমস্যাসহ নানা জটিলতার কারণ হতে পারে। এমনকি দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও তৈরি করতে পারে। এছাড়া শুকনা চিয়া সিড খেলে খিদে না পাওয়া, রক্তচাপের তারতম্য ও পেটের নানা সমস্যার মতো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।চিয়া সিডস খাওয়ার সঠিক নিয়ম:...