হামজা চৌধুরী-সামিত সোমদের আগমনের পর দেশের ফুটবলে জাগরণ ঘটেছে। দেশের ফুটবলের এই নবজাগরণে সমর্থকেরা পুনরায় দিকে মুখ ফেরাতে শুরু করেছেন। ছোট থেকে বড় সকলেই ফুটবলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সমর্থকদের এই আগ্রহ ও উচ্ছ্বাসের প্রতি সুবিচার করতে চান জামালরাও। আসন্ন হংকং ম্যাচে দর্শকদের জয় উপহার দিতে চায় লাল-সবুজের দল। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের মাটিতে গিয়ে গোলশূন্য ড্র করে এসেছিল হামজা-জামালরা। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে দর্শকদের এই আগ্রহ ও উচ্ছ্বাসের প্রতি সুবিচার করতে পারেননি জামালরা। হামজা-সামিত সোমদের নিয়েও ঘরে মাঠে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল দলটি। এবার বাংলাদেশের সামনে শক্তিশালী হংকং। বাছাইয়ের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের৷ ম্যাচটি সামনে রেখে...