সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই উন্নয়নের নামে লুটপাট করেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে তাদের দলীয় লোকজন স্বর্গরাজ্য তৈরি করেছে। দেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করেছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে প্রচার-প্রচারণা ও উঠার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জিলানী, শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বিএনপি নেতা হারুন অর...