৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম টক অব দ্য কান্ট্রি এখন জামায়াত। দলটি কি ইসলামী ধারার রাজনীতি থেকে সরে যাচ্ছে? দলটির লোগো থেকে ‘আল্লাহ’ ও কোরআনের আয়াত ‘আকিমুদ দ্বীন’ শব্দ বাদ দেয়ায় দলটি নিয়ে এমন প্রশ্ন ও বিতর্কের ঝড় ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও সোশ্যাল মিডিয়ার নেটিজেন বিতর্ক করছেন। গত ২৮ সেপ্টেম্বর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক বৈঠকে পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো ক্যামেরায় ধরা পড়ে। সেই ছবি প্রকাশের পর থেকেই সর্বত্রই আলোচনার ঝড় শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন, আগামী নির্বাচন সামনে রেখে ‘মৌলবাদী দল’ ট্যাগ ঘোচাতে জামায়াত কি সেক্যুলার হওয়ার কৌশল নিচ্ছে? কেউ লিখেছেন, দলটির পুরোনো লোগোর মধ্যে ছিল ঐতিহ্য, ভাবগাম্ভীর্য...