বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে চারজনকে সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরপূর্বে একইদিন সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন-মহানগর আওয়ামী লীগের সদস্য মনসুর আলী খান, মিরাজ শিকদার এবং কোতোয়ালি মডেল থানার হাজতখানা থেকে কনষ্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জয় সাহা। সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে ওয়ার্ড যুবলীগ নেতা মাসুম খান ও আউয়াল খানকে। তথ্যের সত্যতা...