গোপালগঞ্জের মুকসুদপুরে যাতায়াতের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। এর মধ্যে বিএনপিনেতার হুকুমে ঘর ভাঙার অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর বাসস্ট্যান্ডে কলেজ এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু। লিখিত বক্তব্যে আব্দুস সালাম খান ও তরিকুল ইসলাম রাজু দাবি করেন, উপজেলার প্রভাকরদী গ্রামে মোশাররফ শেখ মুসা ও মোনায়েম খানের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ২৭ সেপ্টেম্বর বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠকের আয়োজন করে দুই পরিবার। কিন্তু মোশাররফ শেখ ২৬ সেপ্টেম্বর দুটি গণমাধ্যমে উপজেলা বিএনপিনেতাদের হুকুমে তার পাঁচটি ঘর ভাঙচুর ও তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন। তার...