গতকাল রোববার ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে সেই লোগো সরিয়ে ফেলেছে জামায়াত।আজ সোমবার জামায়াতের আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেরও একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে।তবে গতকালের ছবিতে নতুন একটি লোগো দেখা গেলেও আজকের ছবিতে লোগোটি দেখা যায়নি।যদিও জামায়াত ইসলামীর নেতারা গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন, তাদের লোগো পরিবর্তন হচ্ছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। কয়েকটি লোগো ট্রায়েল চলছে। দ্রুত একটি লোগো নির্ধারণ করে সেটি গণমাধ্যমকে দলের পক্ষ থেকে জানানো হবে।গতকাল জামায়াতের নতুন যে লোগো সামনে আসে সেখানে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য দেখা গেছে। তার ওপরে রয়েছে একটি...