মিস আর্থ ২০২০ খেতাবপ্রাপ্ত ও আলোচিত মডেল মেঘনা আলম সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে একটি বিস্ময়কর দাবি তুলে ধরেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বেআইনিভাবে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই সময় তাকে বলা হয়েছে, “বাংলাদেশকে বিশ্বের সামনে ব্র্যান্ড করছে একমাত্র সাকিব আল হাসান।”ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, “আমার দুই দিনের বেআইনি জিজ্ঞাসাবাদের সময় ডিবি জিজ্ঞেস করল, ‘মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে? কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আর এম্বাসিগুলোর সাথে যোগাযোগ রাখে?’”তিনি তার জবাবে জানান, বিশ্ব মঞ্চে বাংলাদেশের অবস্থানকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্যই তিনি কাজ করে যাচ্ছেন। “৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করতে গিয়ে আমি বুঝেছি, বিশ্বের কাছে আমরা হয় অচেনা, নয়তো শুধু দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ ও সন্ত্রাসবাদের প্রতিচ্ছবি। অথচ বাস্তবতা সম্পূর্ণ আলাদা।”তিনি দাবি করেন: লন্ডনের...