প্রথম ম্যাচের চেয়ে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। আসিফ শেখ ও সান্দিপ জরার চমৎকার দুটি পঞ্চাশোর্ধ ইনিংসে বড় পুঁজি গড়ল নেপাল। পরে তাদের দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। উজ্জীবিত পারফরম্যান্সে টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে অবিস্মরণীয় সিরিজ জয়ের আনন্দে মাতল আইসিসির সহযোগী দেশ নেপাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেপালের জয় ৯০ রানে। ১৭৩ রানের পুঁজি গড়ে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা। তিন ম্যাচের সিরিজ নেপাল জিতে নিল এক ম্যাচ হাতে রেখেই। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের পথ ধরে এবার প্রথম সিরিজ জয়ের স্বাদও পেল এশিয়ার দেশটি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ল নেপাল। ২০১৬ সালে শারজাহতেই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের...