ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হ্যাক করার চেষ্টায় সংবাদ সংস্থাটির সাইবার প্রতিবেদক জো টিডিকে প্রস্তাব দিয়েছে একটি হ্যাকার গোষ্ঠী। তারা বলেছে, জো টিডি বিবিসি হ্যাক করতে সহায়তা করলে এত পরিমাণ অর্থ পাবেন যে তাকে আর জীবনে কাজ করে খেতে হবে না। মূলত বিবিসি হ্যাক করার মাধ্যমে মুক্তিপণ আদায় করে তারই কিছুটা ভাগ টিডিকে দেওয়ার প্রস্তাব দেয় হ্যকাররা। জো টিডি এ ঘটনার বিস্তারিত জানিয়েছেন। বিবিসি প্রতিবেদনে টিডির বয়ানে তা সবিস্তারে প্রকাশ করা হয়েছে। ছায়ার অন্তরালে থাকা সাইবার অপরাধের জগতে অনেক কিছুর মতোই ‘ইনসাইডার থ্রেট’ এমন একটি বিষয় যার অভিজ্ঞতা থাকা মানুষের সংখ্যা খুবই কম। এ নিয়ে কেউ সহজে মুখও খুলতে চায় না। কিন্তু কিছুদিন আগে একটি অপরাধ চক্র যখন আমাকে সরাসরি প্রস্তাব দেয়, তখন হ্যাকাররা কীভাবে প্রতিষ্ঠানের ভেতরের কর্মীদের কাজে লাগিয়ে উদ্দেশ্যসাধন করে,...