বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের মর্যাদা বিশ্ব দরবারে আরও উঁচু হবে, অন্যের কাছে হাত পাততে হবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসি ইউনিয়নের খাদুলি গ্রামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, জামায়াত ইসলামী ন্যায় ও আদর্শের ভিত্তিতে দেশকে পরিচালিত করতে চায়। দেশের সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে পারব। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামায়াত ইসলাম মানুষের কল্যাণে কাজ করবে। একটি আত্মনির্ভরশীল দেশ গড়তে যা প্রয়োজন সবই করবে।আলোচনা সভায় খাদুলি ওয়ার্ড জামায়াতের সভাপতি হাবিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান...