আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন এখন অনেকটাই নির্ভর করছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের ওপর। প্রতিপক্ষ হংকং, যাদের বিপক্ষে আগামী ৯ ও ১৪ অক্টোবর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।সেই লক্ষ্যেই আজ (২৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। ঢাকায় শুরু হওয়া এই ক্যাম্পের প্রথম দিনই মিডিয়ার মুখোমুখি হন অধিনায়ক জামাল ভূইয়া। স্পষ্ট জানিয়ে দেন, ম্যাচ দুটি তাদের জন্য ‘ডু অর ডাই’। ‘আমরা জানি এই ম্যাচ না জিতলে আমাদের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। হংকং বেশ ভালো দল, তবে হোম ম্যাচে আমাদের বাড়তি সুযোগ থাকবে,’ বলেন জামাল। এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা চলছে চতুর্দিক থেকে। সিঙ্গাপুর ও হংকং— দুই দলই চার পয়েন্টে শীর্ষে অবস্থান করছে। গোল ব্যবধান সমান হলেও বেশি গোল করার সুবাদে সিঙ্গাপুর এগিয়ে।...