প্রতারণার শিকার নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিসহ মোট ১৭ জন ভুক্তভোগী পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এতে প্রায় ৪৬ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে গত ১৭ সেপ্টেম্বরে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে প্রযুক্তিগত সহায়তায় তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আরও কারো সংশ্লিষ্টতা আছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি। প্রতারকচক্র যতই শক্তিশালী হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে বিদেশে গমনসহ যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি। পীরগঞ্জ...