এশিয়া কাপের পর বিশ্রাম পাচ্ছে না টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন জাকের-সোহানরা। এই সিরিজ পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সফরে ঢাকায় ৩ টি ওয়ানডে ও চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। সিরিজ দুটি খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে শাই হোপের দলের। আরও পড়ুনআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওকসআগামী ১৮ অক্টোবর শুরু হয়ে সিরিজটি শেষ হবে ৩১ অক্টোবর। ওয়ানডের ৩ ম্যাচ ১৮, ২০ এবং ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই হবে ডে-নাইট। খেলা শুরু হবে দেড়টায়।২৪-২৫ অক্টোবর বিরতি দিয়ে ২৬ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট...