মঙ্গলবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ১৩তম আসরের। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে এবারের আসর। ভারতের মাটিতে পাকিস্তান না খেলায় সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। এবারের আসর দিয়ে দ্বিতীয়বারের মত এই সংস্করণের বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। গৌহাটিতে মঙ্গলবার ভারত ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে গড়াবে এবারের আসর। এক মাসেরও বেশি সময়ের মহাযজ্ঞ শেষে ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। পাকিস্তান সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে ম্যাচ দুটি হবে কলম্বোতে। অন্যথায় ম্যাচ দুটি গড়াবে নাভি মুম্বাইয়েল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। আট দলের অংশগ্রহণে পাঁচটি ভেন্যুতে গড়াবে খেলা। ভেন্যুগুলো হল- ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, ভিশাখাপত্তম এবং শ্রীলংকার কলম্বো। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। সরাসরি জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড,...