৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মিগ-২১ বিমানের অবসর গ্রহণে ভারতীয় বিমান বাহিনী আনন্দে ফেটে পড়ে এমনকি বিমান প্রধানের নাচের একটি ভিডিও ভাইরাল হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোভিয়েত আমলের পুরনো মিগ-২১ বিমানের অবসর গ্রহণ উদযাপন করেছে ভারতীয় বিমান বাহিনী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকেও তার সহকর্মী অফিসারদের সাথে নাচতে দেখা গেছে।ভারতীয় বিমান বাহিনী প্রধানের এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং-এর নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় বিমান বাহিনী প্রধানের ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিভিন্ন মতামত দিচ্ছেন। কেউ বলছেন, মিগ নাচ করে জীবিকা নির্বাহ করে, আবার কেউ লিখেছেন, তার মেয়াদ বৃদ্ধি করা উচিত। উল্লেখ্য যে, মিগ-২১ ভারতীয় বিমান বাহিনীতে দীর্ঘতম পরিষেবার জন্য বিখ্যাত...