৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতে শীর্ষস্থান দখলে নিলো বার্সেলোনা। আত্মবিশ্বাসী শুরু করেও প্রথমে গোল খেয়ে বসে হ্যান্সি ফ্লিকের দল। পরে অবশ্য খেলার নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে জয় ছিনিয়ে নেয় কাতালানরা। ঘরের মাঠে রোববার লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সরিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠলো হান্সি ফ্লিকের দল। আলভারো ওদ্রিওজোলার গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন জুল কুন্দে। পরে দ্বিতীয়ার্ধে শিরোপাধারীদের জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডস্কি। এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় বার্সেলোনা। খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে আচমকা এক গোলে বার্সেলোনাকে হতভম্ব করে দেয় সফরকারীরা। স্বদেশি ফরোয়ার্ড আন্দের বারেনেচেয়ার পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে সøাইড শটে বল জালে...