৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সারাদেশে নিয়োগকৃত ডিলাররা ডিলার নিয়োগের ক্ষেত্রে তাদের প্রতি যে বৈষম্য এবং অবিচার করার উদ্যোগ সরকার নিতে যাচ্ছে তা দূর করার দাবি জানিয়েছে। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বিএডিসির ডিলাররা এ দাবি জানায়।মানববন্ধন কর্মসূচিতে সার ডিলার এসোসিয়েশনের পক্ষ থেকে কৃষি উপদেষ্টা বরাবর তাদের যে আবেদন তা সাংবাদিকদের সামনে পাঠ করা হয়। এতে বলা হয়Ñ বর্তমান সরকার কৃষকদের স্বার্থে কৃষি বান্ধব সার ব্যবস্থাপনার জন্য সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা-২০০৯-এর পরিপূরক হিসেবে সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ জারি করতে যাচ্ছে। এতে সার বিতরণ ব্যবস্থায় কিছু ইতিবাচক দিক থাকলেও বৈষম্যমূলক নানা ধারা রাখা হয়েছে, যা আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের পর...