৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জাতিসংঘের সাধারণ পরিষদে তুরস্কের এজেন্ডায় প্রাধান্য পেয়েছে গাজায় ইসরাইলের চলমান গণহত্যার মধ্যে ফিলিস্তিনের পরিস্থিতি। শনিবারের অনুষ্ঠানটি পর্যালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উল্লেখ করেছেন যে, তারা নিউইয়র্কে ফিলিস্তিন সংক্রান্ত সকল বৈঠকের নেতৃত্ব দিয়েছেন এবং সমর্থন করেছেন।নিউইয়র্কের টার্কিশ হাউসে (তুর্কেভি) সাংবাদিকদের ফিদান বলেন, আঙ্কারা ফিলিস্তিনিদের স্বার্থকে যথাসম্ভব জোরালোভাবে সমর্থন করেছে। তিনি বলেন, ফিলিস্তিনি সমস্যা এবং গাজার পরিস্থিতি ছিল ‘এই সাধারণ পরিষদ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা আইটেম’। আটটি আরব রাষ্ট্র এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রের নেতাদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একত্রিত করে গাজা বিষয়ে বৈঠকের উদ্যোক্তা ছিলেন বলে জোর দিয়ে ফিদান বলেন, ‘এই বৈঠকে, প্রায় ৮০ কোটি মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গাজা সম্পর্কে আমাদের...