গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে বর্বর ইসরাইল। সোমবার উপত্যকাজুড়ে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৫০ নিরপরাধ ফিলিস্তিনি প্রাণ হারায়। এরই মধ্যে গাজা যুদ্ধ সমাপ্তির প্রাথমিক ইঙ্গিত মিলেছে। এ সংক্রান্ত আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকেছেন। এই বৈঠকে গাজায় যুদ্ধবিরতির বিষয়টিই প্রধান আলোচ্য বলে ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় সোয়া একটায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিত লেভিট বলেন, গাজায় যুদ্ধবিরতি হতে পারে। তবে উভয় পক্ষের মধ্যে কিছুটা ছাড় দিতে হবে। খবর আলজাজিরা ও বিবিসি অনলাইনের।ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে আলোচনার পর গাজায় প্রায় দুই বছরের যুদ্ধের অবসান, হামাস কর্তৃক বন্দি জিম্মিদের মুক্ত করা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে নিরস্ত্র করার জন্য একটি চুক্তি কার্যকরভাবে সম্পন্ন হতে যাচ্ছে। রবিবার তিনি ট্রুথ...