দুর্গাপূজার প্রারম্ভিক এই দিনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি)র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাকে স্বাগত জানান পুজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, যুগ্ন সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন ও পুজা উদযাপন কমিটির উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের উর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। নানা ষড়যন্ত্র ও অপচেষ্টার পরও আমাদের সম্প্রীতির শেকড় কখনো উপড়ে ফেলা যায়নি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, আর সব জাতীয় ইভেন্টে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি, একতাবদ্ধ হয়েছি। বারবার প্রমাণ হয়েছে—বাংলাদেশের শক্তি হলো সাম্প্রদায়িক...