কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধের আবেদন জানিয়ে ফ্যাশন ব্র্যান্ড আড়ংকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজার বরাবর আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধ না করলে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষ বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অভিযোগ দায়ের করতে বাধ্য হবেন বলেও নোটিশে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী। আজ রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং-এর একজন নিয়মিত গ্রাহক। অনেক বছর ধরে আমি আড়ং হতে কেনাকাটা করে আসছি এবং প্রত্যেক কেনাকাটায় তাদের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ পেতাম। পরিতাপের বিষয় এই যে, গত ২৪ সেপ্টেম্বর কেনাকাটার পর মগবাজার আউটলেটে...