পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতিসহ ঘুষের বিনিময়ে দলিল রেজিস্ট্রির অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন। দুদক জানায়, পিরোজপুরের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে অনিয়ম দুর্নীতি, জালিয়াতি ও ঘুষের বিনিময় দলিল রেজিস্ট্রির অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এদের মধ্যে প্রায় ৫০ নকলনবিশ অফিস ক্যাম্পাসে বসার কথা থাকলেও তারা সরাসরি অফিসের ভেতরে কর্মকর্তাদের মতো বসে সেবা দিচ্ছেন—যা সম্পূর্ণ নিয়ম বর্হিভূত। এছাড়া দুজন নকলনবিশ মর্জিনা খানমের কাছ থেকে ৫০ হাজার এবং শিল্পী রানীর কাছ থেকে নগদ ১৭ হাজারসহ মোট ৬৭ হাজার টাকা সন্দেহজনক...