মার্কিন মুলুকের বাইরে তৈরি চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নজিরবিহীন এই ঘোষণার কারণে হলিউডের বৈশ্বিক ব্যবসায়িক মডেলের চিত্র পালটে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, মার্কিন চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। শিশুর হাত থেকে ক্যান্ডি কেড়ে নেওয়ার মতো করে আমাদের চলচ্চিত্র ব্যবসা অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে। এই ঘোষণার মধ্য দিয়ে নিজের রক্ষণশীল বাণিজ্যনীতির গ্রাস সাংস্কৃতিক অঙ্গনেও বিস্তারের আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প। এর ফলে যেসব স্টুডিও আন্তর্জাতিক বক্স অফিসের আয় ও বিভিন্ন দেশের যৌথ প্রযোজনার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তবে ১০০ শতাংশ শুল্ক আরোপের জন্য ট্রাম্প কোন আইনি ক্ষমতা ব্যবহার করবেন, তা...