উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও দাখিল মাদরাসার প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে। সোমবার দুপুরে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সদর উপজেলা পরিষদের হল রুমে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। ইউএনও বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত থাকে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব ওঠে সভায়। এতে সবাই একমত পোষণ করেন। “শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। তাই প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখতে শিক্ষক ও অভিভাবক সবাইকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ...