চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ক্ষেপণাস্ত্র নির্মাতাদের উৎপাদন দিগুণ করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ওয়াশিংটন জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা ঠিকাদারদের ১২টি গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন হার দ্বিগুণ থেকে চারগুণ বাড়ানোর আহ্বান জানিয়েছে পেন্টাগন। চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ কমে যাওয়ার উদ্বেগ থেকেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে। তবে রয়টার্স এ তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও পেন্টাগন কোনো জবাব দেয়নি তবে ওয়ালস্ট্রিট জার্নালে প্রতিবেদন প্রকাশের পর বেড়েছে মার্কিন প্রতিরক্ষা শেয়ারের দাম। সোমবার প্রি-মার্কেট লেনদেনও বেড়ে গেছে। পত্রিকাটি জানিয়েছে, সেনা কর্মকর্তারা ঠিকাদারদের ১২টি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থা—এর মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, লং রেঞ্জ...