বাংলাদেশে কেউ ‘সম্প্রদায়’ নন, সকলেই নাগরিক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশের সবাই যার যার, নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবেন। সোমবার রাতে ঢাকেশ্বরী পুজামণ্ডপে পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমরা কেউ সম্প্রদায় নই, বাংলাদেশের সবাই ‘সিটিজেন’। এদেশের সবাই যার যার, নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবে। “হয়ত কেউ একেক ধর্মের অবলম্বন করতে পারেন বা ধর্মাবলম্বী হতে পারেন। নিজেরা যেন কেউ সম্প্রদায় হিসেবে পরিচয় না দিই, সিটিজেন হিসেবে পরিচয় দিই।” রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সোমবার ছিল দুর্গোৎসবের সপ্তমী। এদিন রাতে ঢাকাশ্বেরী মন্দিরে আসা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সালাহউদ্দিন আহমদ বিএনপির ধর্মবিষয়ক নীতিও তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি হচ্ছে, ধর্ম...