বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর আভান্তি এরোমা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শাখার সদস্য ও আভান্তি এরোমা রেস্তোরার স্বত্বাধিকারী ড. মো. ছাইদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী ওসমান গণি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব ইমরান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম মহাসচিব মো. ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আমির হোসেন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান চৌধুরী বিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেফ্রন রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. রওশন আলম চৌধুরী বাচ্চু। এছাড়াও সারিন্দা রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মাকসুদ জামান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে হাজী ওসমান গণি বলেন, “নিরাপদ...