সপ্তাহ পেরিয়েছে। জুবিন গার্গের মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনো কাটছে না। দুবার তার দেহের ময়নাতদন্ত হয়েছে। এখনো ক্লু খুঁজে পাচ্ছে না পুলিশ। গায়কের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চালাচ্ছে আসাম পুলিশের বিশেষ একটি তদন্ত দল। তার এ আকস্মিক প্রয়াণে শোকাহত একটি বড়সংখ্যক ভক্ত-অনুরাগী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুবিনের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন। পিছিয়ে নেই বলিউড থেকে টালিউড তারকারা। তারাও শোকাচ্ছন্ন এ সংগীতশিল্পীর অকালপ্রয়াণে। এদিকে দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে জুবিনকে স্মরণ করলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বাংলা সিনেমায় হাতেগোনা কয়েকটি সিনেমায় গান গেয়েছেন জুবিন গার্গে। তার প্রত্যেকটি গান সুপারহিট। অভিনেত্রীর অন্যতম হিট সিনেমা ‘পরাণ যায় জ্বলিয়া রে’-তে ‘আমি তোমারই থাকব’ গানটিও গেয়েছিলেন জুবিন গার্গ। সে বছর দারুণ জনপ্রিয় হয়েছিল এ গানটি। সম্প্রতি বহরমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে গানে গানেই জুবিনকে শ্রদ্ধা জানালেন শুভশ্রী গাঙ্গুলি। ‘আমি তোমারই থাকব’...