এশিয়া কাপ শুরুর আগে থেকেই ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে জমছিল রাজনৈতিক উত্তেজনা। সেই উত্তেজনা বাড়তে থাকে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত না মেলানোয় এবং ম্যাচের পর দুই দেশের মে মাসের সংঘাত নিয়ে কথা বলার পর, যার জেরে সুপার ফোর পর্বে হারিস রউফ বিমান ভূপাতিতের অঙ্গভঙ্গি দেখান। আইসিসি পরে সূর্যকুমার ও রউফ দুজনকেই ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে। টুর্নামেন্টের মাঝের সেসব ঘটনা ছাপিয়ে গেছে গতকাল রাতের ফাইনাল। দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় ভারত। যার জেরে শেষ পর্যন্তট্রফি ছাড়াই উদ্যাপনকরতে হয়েছে সূর্যকুমার যাদবদের। এমনকি পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জয়কে ‘অপরাশেন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করেছেনভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।ক্রিকেটে দুই...