বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আগামী দিনে টঙ্গী তা’মীরুল মিল্লাত থেকেই হযরত ওমরের উত্তরসূরী বের হবে এবং এই প্রতিষ্ঠান থেকে যুগ শ্রেষ্ঠ বিজ্ঞানী ও রাষ্ট্র পরিচালনাকারী রাষ্ট্র প্রধান তৈরি হয়ে হবে। টঙ্গী তা'মীরুল মিল্লাতের ছাত্ররা দেশের নেতৃত্ব দেবে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়। এতে আলিম শ্রেণির ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্বারী তাওহিদুল ইসলাম তানিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ভিপি মুহাম্মদ ইকবাল কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।...