নেপালে চলতি মাসের শুরুতে প্রাণঘাতী সহিংসতার তদন্তের অংশ হিসেবে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ চারজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।৮ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমের ওপর সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতির বিরুদ্ধে যুবকদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়, যা মারাত্মক দমন-পীড়নের পর দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। খবর কাঠমা-ু পোস্ট অনলাইনের।সরকারি দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে দুইদিনের সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হয়। বিক্ষোভকালে সংসদ ও সরকারি অফিস পুড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভটি সরকারের পতন ঘটায়। ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায়...