জাপানের হিরোশিমা ইউনিভার্সিটিতে আগামী ২ থেকে ৪ অক্টোবর শুরু হতে যাচ্ছে পঞ্চম ৩ জিরো লিডারশিপ চ্যালেঞ্জ প্রোগ্রাম (৩ জেডএলসি)। বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক এই অঙ্গনে অংশ নেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এশিয়ার ২১টি দেশের ৪৬৬ শিক্ষার্থী প্রাথমিকভাবে অনলাইনে অংশ নিলেও কঠিন বাছাই প্রক্রিয়া শেষে মাত্র ১৫ জনকে সরাসরি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী মাহাতাব ইসলাম ও সিয়াম আহমেদ। পাশাপাশি দশম শ্রেনীর শিক্ষার্থী কে এম ফয়সাল শাহরিয়ার ও দ্বাদশ শেনীর শিক্ষার্থী ফারজিন কামাল খানসহ মোট চার প্রতিভাবান শিক্ষার্থী। তারা আগামী অক্টোবর মাসে বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক অঙ্গনে অংশ...