ভারতে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। এখন থেকে বিদেশিদের আর বিমানবন্দরে দাঁড়িয়ে ডিসএম্বারকেশন ফরম পূরণ করতে হবে না। এর বদলে ইমিগ্রেশনে যাওয়ার আগে অনলাইনে ই-অ্যারাইভাল কার্ড নেওয়া যাবে এবং এটি দিয়ে ভারতে প্রবেশ করা যাবে। ভারতীয় সংবাদমাধ্যশগুলো জানিয়েছে, দেশটি পুরোনো কাগজের ডিসএম্বারকেশন ফরম থেকে বেরিয়ে আসছে। এরবদলে এখন এটি ডিজিটালাইজড করা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই-অ্যারাইভাল কার্ড চালু হওয়ায় বিমানবন্দরের কাউন্টারে যাত্রীদের লাইন কমে যাবে। এতে করে তাদের ভ্রমণের সময় কমে আসবে। পূর্বে ভারতে যেসব বিদেশি আসতেন তাদের বিমানবন্দর থেকে ডিসএম্বারকেশন কার্ড নিতে হতো। এতে ব্যক্তিগত, ভ্রমণ এবং ইমিগ্রেশনের তথ্য যেমন— পাসপোর্ট নাম্বার, ফ্লাইটের বিস্তারিত, ভ্রমণের কারণ এবং ভারতের ঠিকানা লিখতে হতো। এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের ভারতে প্রবেশের অনুমোদন...