চট্টগ্রামে এক ফিশিং বোট মালিকসহ ১৮ জন জেলে গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার ফিশিং বোট মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আক্তার বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় তিনি চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় জিডি করেছেন। পুলিশ বলছে, নিখোঁজ জেলেদের সন্ধান পেতে কোস্টগার্ড এবং নৌ বাহিনীকে অবগত করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশও কাজ করছে। নিখোঁজ জেলেরা গত ১৩ সেপ্টেম্বর রাতে নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ‘এফ বি খাজা আজমীর’ নামের ফিশিং বোট নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। নির্ধারিত সময়ের মধ্যে না ফেরায় তাদের খোঁজে দিশেহারা পরিবারের সদস্যরা। গত ২৪ সেপ্টেম্বর সেলিনা আক্তার চট্টগ্রামের নৌ থানায় জিডি করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত। তার মালিকানাধীন ‘এফ বি খাজা আজমীর’ নামক...