চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে ভুগছিলেন যানজট, গর্ত আর ক্ষতিগ্রস্ত সড়কের ভয়াবহতায়। অবশেষে সেই ভোগান্তি কাটছে। প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে সাড়ে সাত কিলোমিটার নতুন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, যা গ্রামের দৈনন্দিন জীবনকে নিরাপদ ও সহজ করবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নোয়াপাড়া পথেরহাটে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের বড় ভাই, ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ রফিক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।নতুন সড়কগুলোর মধ্যে রয়েছে পথেরহাট বাজার থেকে শীলপাড়া সড়ক, শেখপাড়া সড়ক, চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক, পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন সড়ক।সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাত...