বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৪৫টি মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তাফা-ই-জামান সেলিম।সোমবার (২৯ সেপ্টেম্বর) কেন্দুয়ার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন।এ সময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রকৌশলী সেলিম বলেন, দুর্গাপূজা উপলক্ষে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে বলেছেন, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব আনন্দ করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার’। সেই একই কথার পুনরুল্লেখ করে আমি বলব- বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।তিনি বলেন, বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং বিএনপির...