নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম বেসরকারি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে (আইবিবিএল), চাকরিবিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক নজিরবিহীন কর্মী শুদ্ধি অভিযান শুরু হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে এবং বিপুল সংখ্যক ৪,৯৭১ জন কর্মীকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করেছে। ওএসডি হওয়া কর্মকর্তারা বেতন-ভাতা পেলেও কোনো কার্যভার পাবেন না, যা ব্যাংকের অভ্যন্তরে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। ব্যাংক সূত্রে জানা যায়, ২০১৭ সালে চট্টগ্রামের প্রভাবশালী এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে বহু কর্মীকে কোনো প্রকার পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী একটি নির্দিষ্ট এলাকার (পটিয়া উপজেলা) বাসিন্দা হওয়ায় ব্যাংকের অভ্যন্তরে স্বজনপ্রীতি ও অযোগ্যতা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেছেন, এস আলমের আমলে অযোগ্য লোক নিয়োগের কারণে...