সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে এক কৃষকের সৌদি খেজুর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে সদর উপজেলা ব্রহ্মরাজপুর মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।সাতক্ষীরা পুরাতন সাতক্ষীরা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ওলিউল্লার ছেলে সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান বিদেশের মাটিতে খেজুর বাগানে কাজ করার সুবাদে হাজারো স্বপ্ন নিয়ে নিজ দেশে বাংলাদেশ সৌদি খেজুর চাষ করার জন্য সিদ্ধান্ত নেয়। তবে তার স্বপ্ন বার বার বিনষ্ট করছে দুর্বৃত্তরা।ভুক্তভোগী বলেন, সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান ২২ সালের দিকে সৌদি আরবের মরিয়ম খেজুর, আজুয়া খেজুর সহ বিদেশী বিভিন্ন জাতের গাছ বাংলাদেশে পাঠায়। মিজানুর রহমানের স্ত্রী আজমিরা খাতুন ও তার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ওলিউল্লাহ ব্রহ্মরাজপুর ইউনিয়নের মানিকতলা এলাকায় জমি লিজ নিয়ে সেখানে খেজুর গাছ রোপন করে। চারা গুলোর বর্তমান বয়স তিন বছরের...