দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। দুই দিনের ব্যবধানে নতুন করে ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৪১৫ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।২১ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা।১৮ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা।সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে। এর আগে আজ (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি...