ভারতে ছাড়পত্র পেল ওজেম্পিক। ডেনমার্কের সংস্থা নোভো নরডিস্কের বহুল আলোচিত এই ওষুধ অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন। সম্প্রতি ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ভারতে টাইপ-২ ডায়াবেটিস রোগীরা ডায়েট ও ব্যায়ামের পাশাপাশি কিংবা মেটফরমিন সহ্য না হলে একক চিকিৎসা হিসেবে ওজেম্পিক নিতে পারবেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ওজেম্পিক আসলে সেমাগ্লুটাইড ইনজেকশন, যা জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ ও কিডনির ঝুঁকি কমাতেও সক্ষম বলে ক্লিনিক্যাল গবেষণায় প্রমাণ মিলেছে। ওষুধটি ইনজেক্টেবল সলিউশন আকারে পাওয়া যাবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি স্থূলতা কমানোর জন্য অনুমোদিত হয়নি। যদিও ওজন কমাতেও এটি কার্যকর বলে দাবি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ডায়াবেটিস ভয়ঙ্কর হারে বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় ১০.১...