শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহায়তার প্রস্তাব যুক্তরাজ্যের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেড়শ’ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে তারা। সোমবার, (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউয়ের প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আর গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে যুক্তরাজ্যের সহায়তা করার কথা জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সারাহ কুক। তার নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করেন। ইউরোপীয় ইউনিয়নের একটা ‘ডেলিগেশন’ ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে ইসি সচিব বলেন, ‘ওনারা এসেছিলেন...