চুল পড়া আজকাল এক বিস্তৃত সমস্যা। বয়স বা লিঙ্গ নির্বিশেষে অনেকেই এর শিকার। কিন্তু ভুয়ো তথ্য এবং টোটকায় বিভ্রান্ত হয়ে সঠিক চিকিৎসা শুরু না করলে সমস্যা আরও বাড়তে পারে। ভারতীয় প্লাস্টিক ও অ্যাসথেটিক সার্জন ডা. আনমোল চুঘ চুল পড়া ও গজানো নিয়ে যে সব ভুল ধারণা আছে, তার বেশিরভাগই ভ্রান্ত। চুলে তেল দিলে স্ক্যাল্পের আর্দ্রতা ও উজ্জ্বলতা বজায় থাকে। কিন্তু হরমোন বা জেনেটিক কারণে হওয়া চুল পড়া তেল দিয়ে রোধ করা যায় না। থাইরয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) বা জেনেটিক কারণই মূল culprit। প্রাথমিক পর্যায়ে হরমোন ও মাইক্রোনিউট্রিয়েন্টস পরীক্ষা জরুরি। কোনো শ্যাম্পুই স্থায়ীভাবে চুল পড়ার কারণ নয়। তবে অতিরিক্ত সালফেট বা কেমিক্যাল চুল শুষ্ক করতে পারে। মূলত মানসিক চাপ, অপুষ্টি ও হরমোনের সমস্যা চুল পড়ার মূল কারণ। সন্তান জন্মের...