নানা আলোচনা-সমালোচনার পর দক্ষিণ আফ্রিকার শাস্তি ঘোষণা করেছে ফিফা। বিশ্বকাপ বাছাইয়ে নিষিদ্ধ খেলোয়াড়কে খেলানোয় দলটির পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি জরিমানাও করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। ঘটনাটি গত মার্চের। ঘরের মাঠে লেসোথোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ‘ভুলবশত’ তেবেহো মোকোয়েনাকে খেলায় দক্ষিণ আফ্রিকা। ‘সি’ গ্রুপে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী ওই ম্যাচে নিষিদ্ধ ছিলেন এই মিডফিল্ডার। ফিফা সোমবার জানিয়েছে, তাদের শৃঙ্খলা কমিটি দক্ষিণ আফ্রিকাকে দোষী সাব্যস্ত করেছে। দলটির ৩ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। আর ওই ম্যাচে লেসোথোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। পয়েন্ট কাটা যাওয়ায় দক্ষিণ আফ্রিকার ২০২৬ বিশ্বকাপে খেলার আশায় লেগেছে চোট। তাদের টপকে গ্রুপের শীর্ষে উঠেছে বেনিন। দুই দলের পয়েন্ট সমান ১৪ হলেও গোল পার্থক্যে বেনিন এগিয়ে আছে।...