চট্টগ্রাম:‘এফবি খাজা আজমীর’ নামের একটি ফিশিং বোটের মালিক আলী আকবর ১৫ দিন ধরে ১৫ জন স্টাফসহ সাগরে নিখোঁজ রয়েছেন। স্বামীর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী সেলিনা আক্তার।সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের সদরঘাট নৌ থানায় তিনি জিডি করেন। জিডিতে সেলিনা আক্তার উল্লেখ করেন, তার স্বামী একজন ব্যবসায়ী।তার নিজস্ব মালিকানাধীন ‘এফবি খাজা আজমীর’ নামের একটি ফিশিং বোট রয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর এফ-৯৭৫৪ এবং ইঞ্জিন নম্বর ৪৮২১৫, মডেল এইচও৭ডি, বিএইপি ১৯৫, গ্রস টন ১৬, রেজিস্টার্ড টন ৯। বোটটি প্রায়ই সাগরে ইলিশ মাছ ধরতে যায় এবং মাছ নিয়ে ফিরে আসে। এই ধারাবাহিকতায় চলতি মাসের ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আলী আকবর (৪৯) নিজে ও তার অধীনে থাকা বোটের মাঝি আবু তাহের (৫৫), জামাল (৪৫), রুবেলসহ (৩৫) মোট ১৪-১৫ জন স্টাফ নিয়ে...