সময়ের প্রতিশ্রুতিশীল রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেও অর্জন করেছেন দক্ষতা। বর্তমানে দুর্গাপূজা উপলক্ষে দারুণ ব্যস্ত সময় পার করছেন শিল্পী। টেলিভিশনে থেকে শুরু করে পূজার মণ্ডপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে তার কর্মব্যস্ততা।এ প্রসঙ্গে দেবলীনা সুর জনকণ্ঠকে বলেন, বছরে তো একবারই আসে দুর্গাপূজা। তাই প্রতিবছরের মতো দুর্গোৎসবে বেড়ে যায় কাজের চাপ। একজন শিল্পী হিসেবে এই কর্মব্যস্ততাকে ভীষণ উপভোগ করি। পূজার আনন্দের মাত্রাটা বেড়ে যায়। তাই পূজায় অনেক বেশি কাজ করতে হলেও ক্লান্তিটা অনুভব করি না।দেবলীনা সুর জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী অক্টোবর শারদীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হচ্ছে। শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে একক সংগীত পরিবেশন করবেন শিল্পী দেবলীনা। এছাড়া সোমবার...