নড়াইল সদর উপজেলার বুড়িখালী এলাকায় সড়াতলা গ্রামের ইজিবাইক চালক আকবার ফকির (৬৫) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বাবু সরদার (৫৯) কে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো.রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত বাবু সরদার সদর উপজেলার সড়াতলা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে এবং নিহত আকবার ফকিরের প্রতিবেশী।যেভাবে হত্যাকাণ্ড ঘটেপুলিশ সুপার জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সদর থানাধীন বুড়িখালী এলাকায় একটি বাঁশবাগানের ভেতর থেকে আকবার ফকিরের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরেরদিন শনিবার (২৭ সেপ্টেম্বর) নিহতের...