জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আবারও ১২ দিনের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫টি রাজনৈতিক দল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে। বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। এর আগে ঢাকাসহ সারা দেশে ৩ দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে এসব দল। ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ৬ দফা দাবিতে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি পালন করেছে। অক্টোবরের প্রথম দিকে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগসহ বিক্ষোভের কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে, যা চলবে ১২ দিন পর্যন্ত। জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায়...