দীর্ঘদিন ধরে চিত্রনায়িকা পপিকে রুপালি পর্দায় পাচ্ছিলেন না তার ভক্তরা। অবশেষে ছয় বছর পর সেই প্রতীক্ষার অবসান ঘটল। আগামী ১৭ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে সাদিকা পারভীন পপি অভিনীত ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’। সোমবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক সাদেক সিদ্দিকী।এ বিষয়ে সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার সিনেমা মুক্তি পাচ্ছেন এবং এই সিদ্ধান্তটি চূড়ান্ত। যদিও অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণার মাধ্যমে সিনেমাটির মুক্তি দেব। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সব কিছু করতে হবে। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির...