কর্মস্থলের নিয়ম ভঙ্গ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একই সঙ্গে ৪,৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। তারা বেতন-ভাতা পেলেও আপাতত কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এ ঘটনায় ব্যাংকের ভেতরে নতুন অস্থিরতা দেখা দিয়েছে। ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৭ সালে চট্টগ্রামের প্রভাবশালী এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক কর্মী সরাসরি সিভি দিয়ে চাকরিতে যোগ দেন। তাদের বেশিরভাগই ছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মী ওই এলাকা থেকে আসা। একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেন, “এস আলম গ্রুপের সময়ে অযোগ্য লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকের স্বার্থে এখন সবাইকে যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।” বাংলাদেশ ব্যাংক ও হাইকোর্টের নির্দেশে গত ২৭ সেপ্টেম্বর এ পরীক্ষা নেওয়া...